ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বুড়িগঙ্গা সেতুর উপর গাড়ির অবৈধ স্ট্যান্ড, যানযাটে নাকাল নগরবাসী

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৪৪ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার

রাজধানীর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর উপর গাড়ির অবৈধ স্ট্যান্ডের কারনে সৃষ্ট যানযাটে নাকাল নগরবাসী। দায়িত্বরত ট্রাফিক ও সার্জেন্টের কারনে যানজট সৃষ্টি হয় বলে অভিযোগ এলাকাবাসীর। সেইসাথে সেতুতে উঠা-নামার সিঁড়িকেও দায়ী করছেন স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সবকিছু জেনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন দক্ষিনের মেয়র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার অন্যতম গুরুত্বপূর্ন মাধ্যম দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। কাজের প্রয়োজনে প্রতিদিন শত শত মানুষ এ সেতুটিকে ব্যবহার করে। কিন্তু সেতুর মুখে অঘোষিত টেম্পু স্ট্যান্ড আর এলোমেলো বাস দাড়ানোর কারনে ঘন্টার পর ঘন্টা যানযটে আটকে থাকতে হয় যাত্রীদের। শুধু তাই নয়, গাড়ীর ইউটার্ন আর উল্টো যাত্রা পরিস্তিতিকে আরো জটিল করে তুলে। ভুক্তভুগীদের অভিযোগ, এসব কারসাজির সাথে জড়িত দায়িত্বরত ট্রাফিক। শুধু তাই নয়, সেতুর সাথে রয়েছে উঠা নামার সিঁড়ি। এতে সাধারণ মানুষের কিছুটা সুবিধা কিছুটা হলেও যানযটের অন্যতম কারনও এই সিঁড়ি। তবে দায়িত্বরত ট্রাফিক বলছে, যানযট কমাতে অফুরান চেষ্টা করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক অবস্থায় পারিপাশ্বিক বিবেচনায় সিঁড়িটি করা হলেও বর্তমানে এটি নিয়ে নতুন করে ভাবতে হবে। সব জেনে, খুবদ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দক্ষিনের মেয়র। বিপুল সংখ্যক মানুষের নিত্য ব্যবহার্য্য এ সেতুতে চলাচল যেন নির্বিঘœ হয় সে দাবী এলাকাবাসীর।