ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কলম্বোর মুখোমুখি ইংল্যান্ড

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশরা এবারো শিরোপা জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছেনা। অন্যদিকে, গত আসরের কোয়ার্টার ফাইনালে ওঠা কলম্বিয়ানরা এবার নতুন রেকর্ড গড়তে চায়।

দেশের মাটিতে ১৯৬৬’র বিশ্বকাপ জয়ের পর আর স্বপ্ন পূরণ হয়নি ইংল্যান্ডের। গত আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলো ইংলিশরা। এবার তারুন্যদীপ্ত দল নিয়ে শিরোপা জয়ের মিশনে রাশিয়ায় পা রাখে সাউথ গেইটের শিষ্যরা। জি গ্রুপ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে হ্যারি কেইনরা। আফ্রিকান প্রতিনিধি তিউনিশিয়া আর নবাগত পানামাকে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকেট পায় টিম থ্রি লায়ন্স।

এদিকে, এইচ গ্রুপের চ্যাম্পিয়নরা একটি ম্যাচ হারলেও দুইটি ম্যাচে দারুন জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। গত আসরের কোয়ার্টার ফাইনালে ওঠা ল্যাটিন আমেরিকার দেশটি এবারো ধারাবাহিকতা ধরে রাখতে চায়। দলের তারকা রদ্রিগুয়েজ ইনজুরির কারনে এ ম্যাচে শংকায় থাকলেও পুরো দল নিয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন কোচ প্যাকারম্যান।

বিশ্বকাপে দুই দলের এর আগের এক মোকাবেলয় জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিলো ইংল্যান্ড।

একুশে/ এমজে