ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে পানি বৃদ্ধিতে দুর্ভোগ [ভিডিও]

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদনদীর পানি। সুনামগঞ্জ শহরে ঢুকে পড়েছে বানের পানি। সিলেটে বিপদসীমা উপরে বইছে সুরমা নদীর পানি। মৌলভীবাজারে বন্যাপরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ।

এদিকে ভারী বর্ষনে বান্দরবানে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। আফসানা নীলার রিপোর্ট।

দেশের উত্তরপূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা এবং দক্ষিনপূর্বাঞ্চলের পাহাড়ী অববাহিকার নদী মাতুমহুরী, হালদা ও সাঙ্গুর পানি বৃদ্ধি পেয়েছে।

সুনামগঞ্জে বিপদসীমা উপরে বইছে সুরমা নদীর পানি। শহরে ঢুকে পড়ায় বিপাকে পড়েছে এলাকা বাসী।

বান্দরবানে গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দনিয়াল পাড়া এলাকায় পাহাড়   ধসে, একজনের মৃত্যু হয়। বন্ধ হয়ে গেছে বান্দরবান -রুমা ও বান্দরবান -রাঙ্গামাটি সড়ক যোগাযোগ।

অন্যদিকে মৌলভীবাজারে বন্যার কিছুটা উন্নতি হলেও কুশিয়ারার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে নামলেও বাঁধের ভাঙনে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।