ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ময়মনসিংহে উপ-নির্বাচন ১৮ জুলাই, প্রচার-জনসংযোগ চলছে প্রার্থীদের

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:১৪ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার

ময়মনসিংহ-১ আসনে সংসদ সদস্য পদে উপ-নির্বাচন আগামী ১৮ জুলাই। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে এ আসনের নির্বাচনে সরকার দলীয় একজন ও এক স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। কর্মী-সমর্থকদের নিয়ে জোরালো প্রচার-জনসংযোগ চলছে প্রার্থীদের। গেল ১১মে চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ আসনটি শূণ্য হয়। এ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ২ জন। আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেং। আর স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা নির্বাচনী মাঠ গরম করে রাখছেন সকাল-সন্ধ্যা। রয়েছে প্রচারে বাধা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগও। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। ভোটাররা বলছেন, বুঝে শুনেই বাছাই করবেন যোগ্য জনপ্রতিনিধি। সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ার সমন্বয়ে ময়মনসিংহ-১ আসনে ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ’ ৯৪ জন।