ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভোক্তা অধিকার অধিদপ্তরের পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা আদায়  

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

শুধু এক কর্মদিবসেই বিভিন্ন অপরাধের দায়ে পাঁচ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশব্যাপী ৪৫টি প্রতিষ্ঠান গ্রাহককে কাংঙিত সেবা বা পণ্য না দেওয়ার জন্য এই অর্থ জরিমানা করা হয়। এর মধ্যে সরকারি কোষাগারে জমা করা হয় পাঁচ লক্ষ আট হাজার ৩৭৫টাকা।

আজ মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া যায়। সংস্থাটির সহকারি পরিচালক (কার্যক্রম) আফরোজা রহমান স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশব্যাপী ২০টি বাজারে অভিযান পরিচালনা করে ৪১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় জরিমানা আদায় করা হয় চার লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা। আর চারজন ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করা হয় আরও চারটি প্রতিষ্ঠানকে। সেখান থেকে জরিমানা আদায় করা হয় ২২ হাজার ৫০০ টাকা। 

মোট ৪৫টি প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষ আট হাজার ৩৭৫টাকা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এসব জরিমানার অর্থ থেকে অভিযোগকারী চার ভোক্তাকে পাঁচ হাজার ৬২৫ টাকা অর্থ প্রদান করা হয়। বাকি টাকা জমা করা হয় সরকারি কোষাগারে।  

//এস এইচ এস//এসি