ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

বইমেলা পরিনত হয়েছে বই কেন্দ্রীক সার্বজনীন উৎসবে

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৪৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার

প্রতিদিন নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আর পাঠক লেখকের ভাব বিনিময়ের মধ্য দিয়ে চলছে অমর একুশে বইমেলা। সাধারণ পাঠকদের পাশাপাশি মেলা ঘুরে ফিরছেন রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুরাও। মেলা পরিনত হয়েছে বই কেন্দ্রীক সার্বজনীন উৎসবে। অমর একুশে বই মেলার ৯ম দিনের বিকেল বিকাল থেকেই বাংলা একাডেমীর নজরুল মঞ্চে চলে গল্প উপন্যাস প্রবন্ধসহ নানা বইয়ের মোড়ক উন্মোচন। মেলাকে কেন্দ্র করে পাঠক লেখকের পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে দূরত্ব কমছে বললেন অনেকে। এদিকে লেখককুঞ্জের আড্ডায় দেখা মেলা কবিদের। তবে অনেকের মতে মেলার পরিসর বাড়ানোয় কমেছে পারস্পরিক যোগাযোগ। এই সার্বজনীনতায় বাদ যায় নি সুবিধাবঞ্চিত শিশুরাও। ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্যের সাথে তাদের পরিচয় করাতেই মেলায় আসা বললেন শিক্ষকরা।