ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে কিছু জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১:১০ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে আমার কিছু জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের’ ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ কখনও যায় না, যতক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ডাকে। ছাত্ররা নিজেরা নিজেরা সেখানে কী করেছে, সেটা আমাদের জানা নেই। কোনো ছাত্র যদি অভিযোগ করে,তাহলে তখন আমরা তা দেখবো।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ৩০ জুন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। হামলায় তাদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়। এতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরসহ সাতজন আহত হন।

এরপর রোববার শাহবাগ মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে কয়েকজনকে মারধর করা হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ না ডাকায় তারা এ বিষয়ে কিছু করতে পারেনি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোটা নিয়ে আন্দোলন করার কোনও প্রয়োজন নেই মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোটা নিয়ে আন্দলনের কোনও প্রয়োজন নেই।

তিনি বলে দিয়েছেন, কোনও কোটাই নেই। তারপরও আমাদের কিছু জটিলতা রয়েছে, সেগুলো নিরসনে কেবিনট সচিবের নেতৃত্বে কমিটি কাজ করছে। আমার মনে হয় আন্দোলনের কোনও দরকার নেই।’

কেআই/ এসএইচ/