ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রুশ বিশ্বকাপের ভবিষ্যৎবক্তা প্রাণীরা

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে৷ ২০১০ বিশ্বকাপে কোন ম্যাচে কে জিতবে, সঠিক ধারণা করে তাক লাগিয়েছিল বিশ্বজুড়ে৷ অন্যান্য বিশ্বকাপের মতো ২০১৮ রুশ বিশ্বকাপেও আছে এমন তাক লাগানো কিছু প্রাণী৷ ইতোমধ্যে নিজেদের দক্ষতার পরিচয়ও দিয়েছে তারা। আজ আয়োজনে থাকছে তাদের কথা-

অ্যাকিলিস

স্টেট হার্মিটেজ মিউজিয়ামের ইঁদুর শিকারি বিড়াল অ্যাকিলিস৷ ছবিতে দেখা যাচ্ছে, অ্যাকিলিসকে রঙিন কাপড়ে সাজিয়ে রাখা হয়েছে৷ সৌদি আরব-রাশিয়া ম্যাচের নির্ভুল ভবিষ্যদ্বাণী করে নাম কামায় অ্যাকিলিস৷

ইয়ুনোনা


ছয় বছর বয়সি আমুর বাঘ ইয়ুনোনা৷ রাশিয়ার ক্রাসনোয়ার্স্কের রোয়েভ রুশে চিড়িয়াখানায় ইয়ুনোনাকে দেখা যাচ্ছে উরুগুয়ে ও রাশিয়া ম্যাচের ভবিষ্যদ্বাণী করতে৷

ভ্যালেনটিনা


কলম্বিয়ার মেডেলিন চিড়িয়াখানার এক সিংহী ভ্যালেনটিনা৷ তাকে দেখা যাচ্ছে গ্রুপ এইচে কলম্বিয়া-জাপান ম্যাচের ভবিষ্যদ্বাণীর চেষ্টা করতে৷

জাগো


৫ বছর বয়সি জাগুয়ার জাগো৷ রোয়েভ রুশে চিড়িয়াখানায় তাকে দেখা যাচ্ছে স্পেন-রাশিয়া ম্যাচের ভবিষ্যদ্বাণী করতে৷

খান


৭ বছর বয়সি হোয়াইট বেঙ্গল টাইগার খান৷ রাশিয়ার রোয়েভ রুশে চিড়িয়াখানায় খানকে দেখা যাচ্ছে রাশিয়া-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী দেয়ার চেষ্টা করতে৷

এমজে/