ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

কোটা আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলা প্রতিবাদ জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হককে পুলিশের লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ব্যক্তরা বলেন, লাঞ্চনাকারী পুলিশ সদস্যদের চিহৃত করে বিচারের আওতায় আনতে হবে। কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা কেন প্রশাসনকে জবাব দিতে হবে। হামলাকারী কারীদের চিহ্নিত করে  আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারী যেসব শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই মাস পরও কোটার প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা জড়ো হলে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজনকে বেধরক মারধর করা হয়। এর প্রতিবাদের গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে শিক্ষাবিদদের লাঞ্চিত করে আইনশৃংখলা বাহিনী।

টিআর/ এআর