ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কলকারখানা পরিদর্শন অধিদফতরে নিয়োগ

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

জনবল নেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে হিসাব সহকারী, অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে জনবল চেয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চাইলে আপনিও আবেদন করতে পারেন। 

পদের নাম

হিসাব সহকারী , অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

যোগ্যতা

হিসাব সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ১) এইচ এস, সি (হিসাব বিজ্ঞান অর্থনীতিসহ) অথবা সমমান। ২) কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে Word Processing, Excel/Data Entry ও Typing কম্পিউটার চালনায় পারদর্শিতা।

অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ১) এইচ, এইচ, এস, সি অথবা সমমান ২) কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে Word Processing / Data Entry ও Typing, কম্পিউটার চালনায় পারদর্শিতা, (ক) বাংলায়: প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ, (খ) ইংরেজী: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

অফিস সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ১) এস, এস, সি অথবা সমমান।

বয়স

আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ৩০ বছর। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। 


বেতন

হিসাব সহকারী পদের বেতনস্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা

অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতনস্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা

অফিস সহায়ক পদের বেতনস্কেল ৮২৫০-২০০১০/- টাকা


আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত দেখতে পারবেন https://www.dife.gov.bd/ এবং https://www.mole.gov.bd/  ওয়েবসাইটে।

আবেদনের সময়

আগামী ১৮.০৭.২০১৮ তারিখে সকাল ১০ ঘটিকায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

হিসাব সহকারী , অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীগনের ব্যবহারিক পরীক্ষা ১৮.০৭.২০১৮ তারিখের সকাল ১০.৩০ ঘটিকায় গ্রহন করা হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনের মৌখিক পরীক্ষা দুপুর ০২ ঘটিকায় গ্রহন করা হবে।

অফিস সহায়ক পদের প্রার্থীগনের মৌখিক পরীক্ষা দুপুর ০২ ঘটিকায় গ্রহন করা হবে।


/ এসইউএ/ এআর