ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

এমবাপ্পেকে রুখে দেবার ব্যপারে আমরা আত্মবিশ্বাসী: সুয়ারেজ 

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৬:১৫ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হচেছ ফ্রান্সের সঙ্গে উরুগুয়ের। সবাই যখন চিন্তিত ফ্রান্সের তরুণ তুর্কী কাইলিয়ান এমবাপ্পেকে নিয়ে। তখন এমবাপ্পেকে রুখে দেবার ব্যপারে আত্মবিশ্বাসী মনোভাব দেখিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।  

রাশিয়ার নিজনি নোভগ্রাদে এখন চলছে দক্ষিণ আমেরিকান দলটির অনুশীলন। সেখানে গণমাধ্যমের সামনে সুয়ারেজ বলেছেন ফ্রান্সকে আটকানোর জন্য দলের রক্ষণভাগের ওপর তার আস্থা আছে। এ পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে উরুগুয়ে।

বার্সেলোনার এই স্ট্রাইকার বলেন, সবাই জানে এমবাপ্পে একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমি মনে করি তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুর্দান্ত একটি রক্ষণভাগ আছে।

আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের শেষ ১৬’র উত্তেজনাকর লড়াইয়ে ১৯ বছর বয়সী এমবাপে ছিলেন জয়ের নায়ক। এই ম্যাচে দুই গোল করেন প্যারিস সেইন্ট-জার্মেইর এই তরুণ তুর্কি। তার গতি ও দক্ষতার কারনে আদায় করা পেনাল্টি থেকে ফ্রান্স ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল।

যদিও সুয়ারেজ বলেছেন শুধুমাত্র এমবাপ্পে না ফ্রান্সের পক্ষ থেকে তাদের জন্য আরো হুমকি অপেক্ষা করছে। বিশেষ করে এন্টোনিও গ্রিজম্যানের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

উরুগুয়ের অভিজ্ঞ কোচ ওস্কার তাবারেজও এই দুই খেলোয়াড়ের ব্যপারে পুরো দলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। যদিও উরুগুয়ের বিপক্ষে ফ্রান্স একইভাবে আক্রমণের সুযোগ পাবে না বলেও তাবারেজ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতী গ্রিজম্যান দাবী করেছেন ফ্রান্সের জাতীয় দলের জার্সি গায়ে খেললেও তিনি মনে প্রাণে অর্ধেক উরুগুইয়ান। এর পিছনে তিনি এ্যাথলেটিকো মাদ্রিদে দীর্ঘদিন দিয়েগো গোডিন, হোসে গিমেনেজের সাথে খেলার অভিজ্ঞতাকে সামনে এনেছেন।

যদিও সুয়ারেজ বলেছেন, এন্টোনিও যতই এই কথা বলুক না কেন উরুগুইয়ান অনুভূতি সম্পর্কে তার কোন ধারণা নেই। ফুটবলে সাফল্য পাবার জন্য যে ধরনের চেষ্টা ও প্রতিশ্রুতি উরুগুয়ের খেলোয়াড়দের মধ্যে আছে তা তার পক্ষে অনুভব করা সম্ভব নয়।

এসি