ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১২:৩১ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে যায় বাংলাদেশ। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার টসে জিতে সাকিব আল হাসানের দলকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ে।

বাংলাদেশকে নাকাল করতে ঘাসের পিচ প্রস্তুত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই প্রথমে টাইগারদের ব্যাটিংয়েও পাঠিয়েছে তারা। 

২০১১ সালের পর আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগারদের কোচ হিসেবে অভিষেক হচ্ছে স্টিভ রোডসেরও।

এই সিরিজে ১-০ ব্যবধানে হারলেও টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে চলে যাবে বাংলাদেশ। তবে ড্র হলে র‌্যাংকিংয়ে আটেই থাকবে টাইগাররা। ২-০ ব্যবধানে জিতলেও অবস্থান পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট বেড়ে সাত নাম্বারে থাকা পাকিস্তানের অনেকটাই কাছে চলে যাবে সাকিবের দল।

এসি