চট্টগ্রামে নোংরা পানিতে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
মৌসুমী বায়ুর প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত আছে। তলিয়ে গেছে বেশিরভাগ নিচু এলাকা। নোংরা পানির কারণে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি।
বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত।
সরেজমিনে দেখা যায়, হালিশহর বড়পোল এলাকায় ডাস্টবিন ও সড়কে রাখা বাসাবাড়ির ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে।
আর এই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। এতে দুর্ঘটনার পাশাপাশি ছড়িয়ে পড়ছে রোগ-জীবাণু।
শুধু হালিশহর নয়; চকবাজার, বাদুড়তলা, মুরাদপুরের নিচু এলাকার একই চিত্র।
বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নালা-নদর্মা ও সড়ক সংস্কারের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সিটি করপোরেশন ও সিডিএকে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে চট্টগ্রামবাসী।
ভিডিও:
এসি