ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

স্বার্থ রক্ষিত হলে পারমাণবিক চুক্তি বহাল রাখবে ইরান   

প্রকাশিত : ১১:০৫ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

ইরানের স্বার্থ রক্ষিত থাকলে ইউরোপীয় ইউনিয়নের সাথে করা পারমাণবিক চুক্তি বহাল রাখার কথা জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি আজ বুধবার এই মন্তব্য করেন।  

হাসান রুহানি তাঁর বক্তব্যে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে করা পারমাণবিক চুক্তির দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন। চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্র আর চুক্তির মেয়াদ নবায়ন করেনি। তবে ইউরোপীয় ইউনিয়ন ইরানের সাথে চুক্তিটি বহাল রাখেন।

আজ বুধবার ইরানে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বের হয়ে যাওয়াকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই চুক্তি থেকে বের হয়ে যুক্তরাষ্ট্র তো বটেই, অন্য কোন দেশও তা থেকে লাভবান হবে না”।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হাসান রুহানির এমন বক্তব্য প্রচারিত হয়।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//এসি