কলকারখানা ও ট্যানারী শিল্পের ভয়াবহ দূষণ
প্রকাশিত : ১১:০০ এএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
কলকারখানা ও ট্যানারী শিল্পের ভয়াবহ দূষণে মরে ভেসে উঠছে সাভারের নদ-নদীর মাছ। জীববৈচিত্র বিপন্নের পাশাপাশি হুমকির মুখে এলাকার পরিবেশ।
নদীর বির্স্তীন এলাকাজুড়ে শুধুই মাছের পচা গন্ধ। বিষাক্ত গন্ধে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
কেবল তুরাগই নয়, কল-কারখানার বিষাক্ত বর্জ্যে মরতে বসেছে সাভারের বংশাই আর ধলেশ্বরী নদীও। মরে ভেসে উঠছে টেংরা, পুঁটি, বোয়াল, রুই, কাতলাসহ নানা প্রজাতির মাছ।
দূষণের হাত থেকে নদ-নদী ও পরিবেশ রক্ষার দাবী নদীপাড়ের মানুষের।