ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মেহেরপুরে বছরজুড়ে ব্ল্যাকবেবী তরমুজের চাষ: সাবলম্বী যুবক (ভিডিও)

প্রকাশিত : ১১:২৭ এএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৭ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

মেহেরপুরে ব্ল্যাকবেবী তরমুজের আবাদ করে কাঙ্খিত সাফল্য পেয়েছেন এক যুবক। বিঘা প্রতি এক লাখ টাকার বেশি লাভ করছেন তিনি। সারা বছরই ফলন হয় ব্ল্যাকবেবী তরমুজের। এই সাফল্য দেখে, অন্য যুবকরাও আগ্রহী হয়ে উঠেছে এই তরমুজ চাষে।

মেহেরপুরের গাড়াডোব গ্রামের মাঠে পরীক্ষামূলকভাবে ৫ বিঘা জমিতে ব্ল্যাকবেবী তরমুজের আবাদ করেন আশরাফপুর গ্রামের সাইদুর রহমান। ইন্টারনেটে তাইওয়ানে ব্ল্যাকবেবী জাতের এই তরমুজের বিষয়টি দেখে আবাদের সিদ্ধান্ত নেন তিনি। ৬৬ দিনেই বিঘাপ্রতি তরমুজের ফলন হয়েছে প্রায় দেড়শ’ মণ। প্রতি বিঘায় খরচ ৬০ হাজার টাকা।  লাভ হচ্ছে বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকা।

এলাকায় প্রথম আবাদ করা ব্লাকবেবী তরমুজ দেখতে প্রতিদিনই ভিড় করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকেই আগ্রহী হয়ে উঠেছে তরমুজ চাষে।

আর এই তরমুজের বীজ সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ।

খেতে সু-স্বাদু হওয়ায় ক্রেতাদেরও আকৃষ্ট করছে ব্লাকবেবী তরমুজ।