ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চট্টগ্রামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:০৭ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার

চট্টগ্রামের সীতাকুন্ডে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় আদালত এই আদেশ দেন। পুলিশ বলছে, গ্রেফতার হওয়া জঙ্গীরা গুলশান স্টাইলে সীতাকু-ে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল। চট্টগ্রামের সীতাকু-ের বাড়–বকু- থেকে গ্রেফতার হওয়া চার জঙ্গীর মধ্যে মুসাআব ইবনে উমায়ের হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয় ২০১৩ সালে। পটিয়া উপজেলার ছনহরা গ্রামের আরুন দাসের পুত্র ধর্মান্তরিত হওয়ার পরপরই যোগ দেয় উগ্র জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে। কাজ নেয় চট্টগ্রামের সিইপিজেডে ইয়ং ওয়ান গার্মেন্টেসে কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে। এরই মধ্যে আনসারুল্লাহ বাংলাটিমের বায়তুল মাল সম্পাদক হিসাবে দায়িত্বও গ্রহণ করে। পুলিশ বলছে, জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ সোবমার রাতে মুসাআব ইবনে ওমায়ের সহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকতা।  আদালত প্রত্যোক আসামীর ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জঙ্গীরা গুলশান স্টাইলে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল। এ জন্যে তারা বেছে নেয় ঢাকা-চট্টগ্রামের লাইফ লাইন হিসাবে পরিচিত সীতাকু-কে। চট্টগ্রাম অঞ্চলে জঙ্গীদের নেটওয়ার্ক ভেঙ্গে দিতে আইন শৃংখলা বাহিনী কাজ করছে বলে জানান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।