মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করে নেয়ায় গভীর সঙ্কটে পড়েছে নেপালের সরকার
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:২৩ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার
মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করে নেয়ায় অভিষেকের ৯ মাসের মাথায় গভীর সঙ্কটে পড়েছে নেপালের কেপি ওলির নেতৃত্বাতাধীন সরকার।
কমিউনিস্ট পার্টি অব নেপাল- মাওয়িস্ট সেন্টারের দাবি, দীর্ঘ এক দশকের মাওবাদী লড়াইয়ের সময় যেসব মামলা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়াসহ ৯ দফা চুক্তি হয়েছিল সরকারের সঙ্গে। কিন্তু প্রধানমন্ত্রী সেগুলো বাস্তবায়ন না করে তাদের হতাশ করেছে। মাওবাদিরা সমর্থন তুলে নেয়ায় পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের আর সংখ্যাগরিষ্ঠতা থাকছে না। নেপালের সংবিধান অনুযায়ি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৯৯টি আসন প্রয়োজন। এর মধ্যে প্রধানমন্ত্রী অলির দলে আসন ১৭৫টি ও ৮০টি আসনে আছেন মাওবাদীরা।