অনিয়মিত বৃষ্টি শুরু হয়েছে গ্রীষ্মের মাঝামাঝি থেকেই
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার
এবার গ্রীষ্মের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে অনিয়মিত বৃষ্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রোদের প্রকোপ যেমন আছে, তেমনি আছে হঠাৎ বৃষ্টির প্রবণতাও। আজ বুধবার দিনভর থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধ হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দু-তিন দিন পর মৌসুমি বায়ু আরো সক্রিয় হবে, বৃষ্টিও বাড়বে আরও।
চিত্রটি রাজধানীর শান্তিনগরের। একটু আগে যেখানে ছিল প্রখর রোদ, ঘন্টা খানেকের বৃষ্টিতে রূপ পাল্টে এখন অনেকটাই জলাবদ্ধ।
রোদের মধ্যে হঠাৎ বৃষ্টির এই দাপাদাপিতে বিপাকে সাধারন মানুষ। অনেকেই ছাতা নিয়ে বাইরে না বের হ্ধসঢ়;ওয়ায় ভিজে যবুথবু। আবার অনেকে জলাবদ্ধতায় আটকে থাকেন। আর ঢাকায় জলজট হলেই যে যানজট হয়, সে গল্পতো পুরনোই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্র রোদের মধ্যেও বুধবার সকাল থেকে কেবল রাজধানীতেই বৃষ্টিপাত হয়েছে আঠারো মিলিমিটার। আর এমন হঠাৎ বৃষ্টির কল্যানে বর্ষার প্রথম তেরো দিনেই শেষ হয়েছে ষাট শতাংশ বৃষ্টিপাত।
জানা গেছে, সামনের সপ্তাহ থেকে বিভিন্ন স্থানে মৌসুমি বায়ু সক্রিয় হবে, বাড়বে বৃষ্টি।