ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

উত্তরবঙ্গ ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি [ভিডিও] 

প্রকাশিত : ১১:১২ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ধরলার পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।  

বাগেরহাটের সাউথখালীতে প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ভারী বর্ষণ আর উজানের ঢলে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, ধরলা, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের।

সিলেটের কানাইঘাটের লোভাছড়া নদী, জৈন্তাপুরের সারি, গোয়াইনঘাটের ডাউকি ও পিয়াইন নদীর প্রবল বেগে স্রোতে সীমান্তবর্তী চারটি উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দি কয়েক হাজার মানুষ।

সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমার পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে ৪ উপজেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম। পানিতে ডুবে বন্ধ রয়েছে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের যান চলাচল।

পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাটেও। তিস্তা ও ধরলার পানি বেড়ে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। আদিতমারী উপজেলার মহিষখোচা নদীতে বিলীন হয়েছে ১৫টি বাড়ী।  

পানি বাড়ছে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর। নতুন করে পানিবন্দী হয়েছে ভূরুঙ্গামারী উপজেলার ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে চার উপজেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। আতংকে নদী তীরের মানুষ।

পানির চাপে বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। ৮টি গ্রামে জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা, মাছের ঘের ও ঘরবাড়ি।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। 

ভিডিও: 

এসি