দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে ‘পোড়ামন ২’
প্রকাশিত : ১২:১০ এএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
এবারের ঈদে চমক সৃষ্টি করেছে `পোড়ামন ২` সিনেমাটি। নবাগত নায়ক সিয়াম ও পূজার অভিনয় সবাইকে মুগ্ধ করে। মুক্তির চতুর্থ সপ্তাহেও চমক দেখিয়ে চলেছে ছবিটি। সিনেমাটি পরিচালনা করেন রায়হান রাফি।
ঈদে সিনেমাটি মাত্র ২৩টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়। চতুর্থ সপ্তাহে এসে ছবিটি এবার মুক্তি পাচ্ছে দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
চতুর্থ সপ্তাহে `পোড়ামন-২` ছবিটি যে সব হলে চলবে:
১। বলাকা সিনেওয়ার্ল্ড ২। শ্যামলী সিনেমা ৩। স্টার সিনেপ্লেক্স ৪। যমুনা ব্লকবাস্টার ৫। বর্ষা, জয়দেবপুর। ৬। মেহেরপুর সিনেমা, মেহেরপুর। ৭। মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া ৮। মধুমিতা, ঢাকা। ৯। সেনা, সাভার। ১০। রাণীমহল, ডেমরা। ১১। নিউমেট্রো, নারায়ণগঞ্জ। ১২। মণিহার, যশোর। ১৩। নন্দিতা, সিলেট। ১৪। শঙ্খ, খুলনা। ১৫। শাপলা, রংপুর। ১৬। চিত্রালী, খুলনা। ১৭। ছায়াবানী, ময়মনসিংহ। ১৮। মমতাজ, সিরাজগঞ্জ। ১৯। অভিরুচি, বরিশাল। ২০। বনানী, কুষ্টিয়া। ২১। মর্ডান, দিনাজপুর। ২২। রুনা, চালাকচর। ২৩। কেয়া, টাঙ্গাইল। ২৪। মানসী, কিশোরগঞ্জ। ২৫। কল্লোল, মধুপুর। ২৬। ঝংকার, পাচদোনা। ২৭। প্রীতি, আগলা। ২৮। বনলতা, ফরিদপুর। ২৯। মণিকা, শায়েস্তাগঞ্জ। ৩০। রাজ, কুলিয়ারচর। ৩১। কানন, সাগরদীঘি। ৩২। রানা, বামন্দি। ৩৩। রাজিয়া, নাগরপুর। শুক্রবার থেকে যেসব হলে চলবে `পোড়ামন ২` ৩৪। সনি, ঢাকা। ৩৫। সেনা, ঢাকা। ৩৬। পুনম, ঢাকা। ৩৭। চিত্রামাহল,ঢাকা। ৩৮। এশিয়া, ঢাকা। ৩৯। আলমাস, চট্টগ্রাম। ৪০। বিজিবি, সিলেট। ৪১। উপহার, রাজশাহী। ৪২। সোনিয়া, বগুড়া। ৪৩। অবকাশ, ফুলবাড়ী। ৪৪। তিতাস,পটুয়াখালী। ৪৫। আয়না, আক্কেলপুর। ৪৬। বৈশাখী, বাউফল। ৪৭। চলন্তিকা, গোপালদী। ৪৮। চাঁদমহল, কাঁচপুর। ৪৯। চিত্রাবানী, গোপালগঞ্জ। ৫০। ছন্দা, পটিয়া। ৫১। ফিরোজমহল, পাগলা। ৫২। গ্যারিসন, কুমিল্লা। ৫৩। হ্যাপি, লক্ষ্মীপুর। ৫৪। হীরক, গোবিন্দগঞ্জ। ৫৫। ঝর্ণা, দাউদকান্দি। ৫৬। কথাচিত্রা, কটিয়াদি। ৫৭। মধুমিতা, মাগুরা। ৫৮। মধুমতি, ভৈরব। ৫৯। মোহনা, কোনাবাড়ী। ৬০। ময়ূরী, বাগআঁচড়া। ৬১। মনোয়ার, জামালপুর। ৬২। মুন, হোমনা। ৬৩। নিউ গুলশান, জিঞ্জিরা। ৬৪। নিউ রজনীগন্ধা, চালা। ৬৫। পালকী, চান্দিনা। ৬৬। পান্না, মুক্তারপুর। ৬৭। পৃথিবী, জয়পুরহাট। ৬৮। প্রিয়া, ঝিনাইদহ। ৬৯। প্রতিভা, রাজৈর। ৭০। রংধনু, নজিপুর। ৭১। রাজমনি, বোরহানউদ্দিন। ৭২। রুপকথা, পাবনা। ৭৩। রূপসী, ভোলা। ৭৪। সঙ্গীতা, সাতক্ষীরা। ৭৫। শিক্তা, ধুনট। ৭৬। অবসর, বিরামপুর। ৭৭। ভিক্টোরিয়া, শ্রীমঙ্গল।
এসি