ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

থাইল্যান্ডে নৌকাডুবিতে ২৭ জনের মৃত্যু

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

থাইল্যান্ডে নৌকাডুবিতে ২৭ জনের মৃত্যু হয়। এই ঘটনায় এ পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ওই নৌকায় ৯৩ জন চীনা নাগরিকসহ ১০৫ জন যাত্রী ছিল। জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির ফুকেট সমুদ্রে নৌকা ডুবির ঘটনা ঘটে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা। গত বৃহস্পতিবার ৫ ফুটেরও উচু মাত্রার একটি ঢেউ ওই নৌকায় আঘাত করলে, ১০৫ যাত্রীসহ ডুবে যায় নৌকাটি।

নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল চ্যারোনপুলের কুমারেসি রয়টার্সকে বলেন, মৃতদেহগুলো সুনকিং এ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া বাকিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়। নিহতের মধ্যে নয় জন চীনা নাগরিক।

সূত্র: রয়টার্স
এমজে/