ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন ডেভিড ক্যামেরন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:২২ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার

আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন ডেভিড ক্যামেরন। রাণী ২য় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেবেন তিনি। এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তেরেসা মে। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট পরবর্তী বৈশ্বিক অর্থনীতিতে শক্ত অবস্থান ধরে রাখাই ব্রিটিশদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হবে। ব্রেক্সিটের পর টালমাটাল অর্থনৈতিক অবস্থা সামাল দিতে অপারগতা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডেভিড ক্যামেরন। তবে তিনি মনে করেন ৬ বছর ধরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কান্ডারি হিসেবে সময়কাল ছিল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পদত্যাগের ঘোষণার পরই পরবর্তী কনজারভেটিভ দলনেতা হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন তেরেসা মেসহ ৫ জন। অন্যরা সরে গেলে, শেষ পর্যন্ত টিকে যান তেরেসা। বিশ্লেষকরা বলছেন, তেরেসার সামনে বহু চ্যালেঞ্জ। নিজ দলের বিভাজন ঠেকিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করানো, ইইউর সঙ্গে ভবিষৎ পথচলার কর্মকৌশল, ব্রেক্সিটের পর ক্রমাগত নিন্মমুখী অর্থনীতির লাগাম টেনে ধরাকে যেমন প্রাধান্য দিতে হবে, তেমনি বিরোধী লেবারদের মধ্যবর্তী নির্বাচনের দাবিও বিবেচনায় রাখতে হবে। কিন্তু, লৌহ মানবী মার্গারেট থেচারের শক্ত-সামর্থ নীতির মতো দৃঢ়চেতা হবেন কি তেরেসা মে ? জানা গেছে, অর্থনীতি, সমরনীতি কিংবা পররাষ্ট্রনীতিতে দলের শীর্ষস্থানীয়দের অনেকের চেয়েই পটু তিনি। যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রক সামলেছেন, সে মন্ত্রণাতো থাকছেই। এখন শুধু তার চমক দেখার অপেক্ষা।