ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলের সাবেক মন্ত্রীর বিচার শুরু 

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩১ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

গুপ্তরচ বৃত্তির অভিযোগে ইসারায়েলের সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে দেশটি। বৃহস্পতিবার জোনেম সেগেব নামের ওই মন্ত্রীর বিরুদ্ধে জেরুজালেমে বিচার শুরু হয়।        

তার বিরুদ্ধে ইসরায়েলে যুদ্ধ ও গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের কাছে তথ্য সরবরাহের অভিযোগ উঠে।    

এক রিপোর্টে বলা হয়, জোনেম সেগেব ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইসরায়েলের গোপনীয় তথ্য সরবরাহ করত। 

তার বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি ২০১২ সালে থেকে ইরানের গোয়েন্দা হয়ে কাজ করেন এবং তিনি এমন সব তথ্য ইরানের কাছে সরবরাহ করেছেন যা ইসরায়েলের জন্য ক্ষতিকর।  

সংবাদপত্রের তথ্যমতে, তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ইরানেও গিয়েছিলেন। যে সমস্ত তথ্য তিনি সরবরাহ করেছেন তার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ কৌশল অন্যতম।  

গত মাসে ইসরায়েলের সিন বেট সিকিউরিটি সংস্থা তাকে গ্রেফতার করার ঘোষণা দেন।

উল্লেখ্য, জোনেম সেগেব ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শক্তি এবং অবকাঠামো মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র: আনাদুলু এজেন্সি  

এমএইচ/এসি