ভিনগ্রহবাসী নিয়ে আবারও তোলপাড়
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:১৯ পিএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার
আবারও ভিনগ্রহবাসী নিয়ে তোলপাড়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্যামেরায় রহস্যময় একটি বস্তু ধরা পড়ার পরই সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে নাসা।
৯ জুলাই মহাকাশ থেকে সরাসরি সম্প্রচার করা ভিডিও ফুটেজে একটি বস্তুর নড়াচড়া চোখে পড়ে। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। কেউ কেউ দাবি করছেন, এটি রহস্যময় এলিয়েনদের যান ইউয়েফো। তবে এটিকে চীনের মহাকাশ যান বা উল্কাপিন্ড বলে দাবিও করছেন অনেকে। এর আগেও কয়েকবার এমন পরিস্থিতিতে সম্প্রচার বন্ধ করে নাসা। ইউয়েফো নিয়ে নানা কল্পকাহিনী থাকলেও বাস্তবে স্বীকৃতি মেলেনি।