ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য এডিবির ১০ কোটি ডলার অনুদান  

প্রকাশিত : ১০:১২ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

রোহিঙ্গাদের সহায়তায় ১০ কোটি ডলার অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। শুক্রবার এডিবির সদর দফতর ম্যানিলা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় ২০ কোটি ডলার প্রতিশ্রুত সহায়তার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০ কোটি ডলার অনুদানের অনুমোদন করা হলো।    

গত বছরের আগস্ট হতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন প্রদেশ হতে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করে। বাস্তুচ্যুত এই মানুষের কারণে স্থানীয় অর্থনীতি, অবকাঠামোর উপর বিরূপ প্রভাব পড়ছে। সেই সঙ্গে মানবিক বিষয়গুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। কক্সবাজার জেলার ৩২টি ক্যাম্পে তারা ছড়িয়ে রয়েছে। তাদের জন্য খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানি এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা নিত্যদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।   

কেআই/এসি