সুয়ারেজকে সান্ত্বনা দিচ্ছেন কাভানি
প্রকাশিত : ১০:১৮ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
তখন রেফারি শেষ বাজিয়ে দিয়েছেন। দুই হাঁটু গেঁড়ে মাথা নিচু করে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপ থেকে বিদায় কে মেনে নিতে পারে। সুয়ারেজও পারেনি। লিওনেল মেসির মতই নিস্তব্ধ হয়ে পড়েন বার্সেলোনার এই তারকা। তাকে সান্ত্বনা দিতেই সাইড বেঞ্চ থেকে ছুটে আসেন দলের আরেক প্রাণ ভোমরা এডিনসন কাভানি।
শেষ ষোলোতে পর্তুগালকে একাই ধসিয়ে দিয়েছিলেন কাভানি। তার জোড়া গোলেই রোনাল্ডোরা বাড়ির টিকিট ধরেছেন। সেই ম্যাচে নায়ক বনে যাওয়া কাভানি খেলতে পারেন নি দলের গুরুত্বপূর্ণ ম্যাচে। কোয়ার্টার ফাইনালে এবারের বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে পারেন নি উরুগুইয়ান এই স্ট্রাইকার।
সুয়ারেজ হয়তো কাঁদছেন। অন্যদিকে কাভানি তো মরছেন আফসোসে। ইস যদি, আজ সুযোগটা মিলতো, তাহলে ফ্রান্সের বিপক্ষে ফলাফলটাও অন্য রকম হতে পারতো। তবে কাভানি নিজের আবেগ সংবরণ করে সুয়ারেজকে দিচ্ছেন সান্ত্বনা। সুয়ারেজকে সান্ত্বনা দিলেও, শেষ ম্যাচে নিজে খেলতে না পারার দুঃখ কি করে মুছবেন ৩১ বছর বয়সী এই তারকা। আর যে উরুগুয়ের জার্সিতে দেখা যাবে না তাকে, তা তো অনুমিতই।
এমজে/