ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রওনকের পরিচালনায় অপি করিম

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৭ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৪ এএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

আবারও নাটক নির্মাণ করলেন অভিনেতা রওনক হাসান। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত এ নাটকের নাম ‘নিশীথে’। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও করেছেন তিনি। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো রওনক হাসানের পরিচালনায় অভিনয় করলেন অপি করিম। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে নাটকের শুটিং শেষ হয়।

এ নাটক প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘রবীন্দ্রনাথের গল্প নিয়ে আমার পূর্ণাঙ্গ নাটক নির্মাণ এটি। এ নাটকটি আসলে মানবিক সম্পর্কের গল্প। স্বামী-স্ত্রীর বিশ্বাস এবং সংসার-ধর্ম এসব নিয়েই গল্প এগিয়ে যায়। সময় পেলে মাঝে মধ্যেই পরিচালনা করি। এটা আমার প্যাশন থেকেই করি। এ নাটকের গল্পটা সমসাময়িক। রবীন্দ্রনাথের গল্পগুলোই এমন, যা রূপান্তরের প্রয়োজন হয় না। আশা করছি, দর্শক এ নাটকটি বেশ আগ্রহ নিয়েই দেখবেন।’

নাটকটি ২২ শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণদিবসে বাংলাভিশনে প্রচার হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ মার্চ রওনক হাসান পরিচালিত ‘ভোরের প্রসূতি’ নামে একটি নাটক প্রচার হয়েছিল। অভিনয়েও নিয়মিত তিনি। এনটিভিতে তার অভিনীত ‘যখনো কখনো’ আরটিভিতে ‘নোয়াশাল’ এবং চ্যানেল নাইনে ‘বহে সমান্তরাল’ ধারাবাহিক নাটকগুলো প্রচার হচ্ছে।

এসএ/