ভাগ্য নয়, বেলজিয়ামের কৌশলের কাছেই হেরেছে ব্রাজিল
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। খেলায় ব্রাজিলের ছন্দ থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি। অনেকেই বলছেন, ভাগ্যদুষে সেমিতে পা রাখতে পারেনি সেলেসাওরা। তবে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডে ব্রুইন মনে করেন, তাদের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে না পারায় মূল্য দিতে হয়েছে সেলেসাওদের।
বিরতির আগেই ২-০ গোলে পিছিয়ে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শুরুতেই ফের্নান্দিনিয়োর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৩১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুন করেন ডে ব্রুইনে। দুটি গোলই হয় বেলজিয়ামের প্রতি আক্রমণ থেকে। ম্যাচ সেরা ডে ব্রুইন মনে করেন, তাদের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে না পারায় হারতে হয়েছে ব্রাজিলকে।
ব্রুইন আরও বলেন, “আমি মনে করি আমরা কৌশলগতভাবে বিষয়গুলো পরিবর্তন করেছিলাম। রোমেলু (লুকাকু) ও এদেন (আজার) পজিশন বদলেছিল। তারা এক পাশ থেকে মার্সেলোকে দিয়ে অনেক সুযোগ তৈরির চেষ্টা করছিল। আমি মনে করি প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছিলাম। অনেক সুযোগ সৃষ্টি করেছিলাম এবং তারা সত্যিই জানত না তাদের কি করতে হবে।”
এমজে/