ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

সেবা মানুষের দোরগোঁড়ায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে: শেখ হাসিনা

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চিকিৎসাসহ যেসব ভাতা দিচ্ছি তা যেন জনগণের দোরগোঁড়ায় পৌঁছায় তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। যেসব কর্মসূচি হাতে নিয়েছি তা যেন যথাযথ হয়, মানুষ তার সুফল ভোগ করে তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেন।

আজ গণভবনে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি। এতে হাজারো পরিবার আজ সাবলম্বী হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্প আমরা করে দিয়েছি। সেগুলো যেন সুষ্ঠুভাবে চলে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। প্রতিটি বাড়িতে অনাবাদী জমি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা দেখবেন একটি মানুষও যেনো না খেয়ে থাকে।

উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে দলের সভাপতি, সাধারন সম্পাদক ও দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভার দ্বিতীয় দিন আজ। বর্ধিত সভায় তৃণমূল নেতারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আ আ / এআর