রাবি উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবি প্রগতিশীল ছাত্রজোটের
প্রকাশিত : ০৫:০০ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার
কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। শনিবার সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক সুমন মোড়ল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া ভাষণে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠান বানিয়ে দেন। তিনি জানিয়ে দেন, যারা সরকারে আছে কেবল তারাই কথা বলার অধিকার রাখেন। বাদবাকি সবাইকে তথাকথিত বিএনপি-জামাত-শিবির বলে অভিহিত করেন। নিপীড়কের পক্ষ নিয়ে, বিশ্ববিদ্যালয়ের ধারণাকে অপমান করে দেওয়া তার এমন বক্তব্য অগণতান্ত্রিক এবং সাধারণ শিষ্টাচার বহিঃভূত, যা কেবল ফ্যাসিজমকেই উস্কে দেয়।
সম্মেলনে অভিযোগ তারা বলেন, ছাত্রদের একটি অহিংস এবং সরল আন্দোলনকে সরকারের বিভিন্ন মহল যেভাবে সহিংস এবং জটিল করে তুরেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যও তার ব্যতিক্রম নয়। তার এমন বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের মর্মাহত করেছে। আমরা লজ্জিতবোধ করছি। আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।
এসময় কোটা সংস্কার আন্দোলনের সমাধানের উদ্দেশ্যে তারা সরকারের কাছে পাঁচটি প্রস্তাবনাও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি এএম শাকিল হোসাইন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি মনির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তারেক কর্নেল প্রমুখ।
উল্লেখ্য, ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপাচার্য এম আব্দুস সোবহান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বাম ধরণার শিবির বলে দাবি করেন। তিনি বলেন, কোটা আন্দোরনের নামে একশ্রেণি সরকার পতনের আন্দোলন করছে। এছাড়াও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন দেওয়া শিক্ষকদের কঠোর সমালোচনা করেন তিনি।
এসএইচ/