ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চারঘাটে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

রাজশাহীর চারঘাট উপজেলার বরবরিয়া গ্রাম থেকে নাশকতামূলক কাজের পরিকল্পনাকালে তিনজন জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা ও একটি হাতবোমাসহ বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই অভিযান চালায় পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- চারঘাট হলিদাগাছি জামায়াতের সাবেক উপ-আমির আবদুর রশিদ (৬৩), ষলুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দুরুল হূদা (৪৫) ও ছাত্রশিবির কর্মী আহসানুল বান্না (২০)।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান বলেন, শুক্রবার সন্ধ্যায় তারা বরবরিয়া গ্রামে শিবিরকর্মী আহসানুল বান্নার বাড়িতে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় গোপনে সংবাদ পেয়ে চারঘাট থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে পেট্রোল বোমা ও হাতবোমাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি করে বোমা তৈরির বেশ কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এসএইচ/