ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টিকা না দিলে গুনতে হবে জরিমানা

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

শিশুদের টিকাদানে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে নতুন নিয়ম চালু করেছে অস্ট্রেলিয়ার সরকার। সন্তানকে টিকা দেওয়া না হলে প্রতি মাসে দুবার করে জরিমানা করা হবে বাবা-মাকে।

অস্ট্রেলিয়াতে যেসব পরিবারের আয় বছরে ৫৯,১০০ ডলারের মতো, তাদেরকে ফ্যামিলি ট্যাক্স বেনিফিট পার্ট এ নামের একটি ভাতা দেওয়া হয়। শিশুকে সময়মতো টিকা দেওয়া না হলে প্রতি দুই সপ্তাহে ওই ভাতা থেকে ২১ ডলার করে কেটে নেওয়া হবে। ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকরী হয়েছে অস্ট্রেলিয়ায়, জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী ড্যান তেহান।

ওই মন্ত্রী আরও জানান, বিভিন্ন রোগ থেকে শিশুদের নিরাপদ রাখার সবচেয়ে নিরাপদ উপায় হলো টিকাদান। যেসব অভিভাবক নিজের সন্তানকে টিকা দিচ্ছেন না তারা নিজের শিশু তো বটেই, অন্যের শিশুকেও ঝুঁকির মুখে ফেলছেন।

বিভিন্ন দেশে টিকাদান নিশ্চিত করতে বিভিন্ন নিয়ম প্রচলিত রয়েছে। যেমন যুক্তরাষ্ট্রে টিকা দেওয়া না থাকলে শিশুকে স্কুলে যোগদান করতে দেওয়া হয় না।

সূত্র-আইএফএলসায়েন্স

আরকে//