আহত তরিকুলের অবস্থা উদ্বেগজনক
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৫৫ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়ায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত তরিকুল ইসলামের শারীরিক অবস্থা উদ্বেগজনক।
আজ শনিবার দুপুরের খাবার খাওয়ার পর থেকে তিনি বমি করছেন। তার বোন ফাতেমা খাতুন ও গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এমন অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেয়ার পর আহত তরিকুল ইসালাম বর্তমানে নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারিকুলের শয্যাপাশে অবস্থান করা তার বন্ধু মতিউর রহমান জানান, সকাল থেকে তরিকুল কিছুটা ভালো ছিল। তবে দুপুরের খাবার খাওয়ানোর পর বমি করছে। তাছাড়া এই মুহূর্তে এখানে ডাক্তার উপস্থিত না থাকায় কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে তার পায়ের আবারও অস্ত্রোপচার করতে হবে।
তারিকুলের বোন ফাতেমা খাতুন বলেন, গতকাল একবার ডাক্তার এসে ৭টি পরীক্ষা করাতে বলেছিলেন। আমরা করিয়েছি। রিপোর্টগুলো হাতে আছে। বিকেলে ডাক্তার আসার কথা রয়েছে। তাই এখন কিছু বলতে পারছি না।
এদিকে তরিকুলের শারীরিক অবস্থার অবনতিতে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। ফাতেমা খাতুন বলেন, অবস্থা ভালো না, তাই মা-বাবাকে এখানে আসতে দেয়নি। এমনিতেই তারা ভেঙে পড়েছেন।
তরিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক। গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে পতাকা মিছিলে অংশ নিলে ছাত্রলীগের ধাওয়ায় রাস্তায় পড়ে যান তরিকুল ইসলাম। এ সময় রড, রামদা, বাঁশের লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে বেধরক পেটায় ছাত্রলীগ নেতারা। এতে তার মাথা ফেটে যায় ও পা ভেঙে যায়।
টিআর/