দ্রুত কোটার প্রজ্ঞাপন দিয়ে ক্যাম্পাসে স্থিতি আনুন : সিরাজুল ইসলাম
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০২:৫২ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার
পদযাত্রা শেষে সমাবেশে বক্তৃতা করছেন ঢাবি শিক্ষকরা। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে। ছবি একুশে টিভি অনলাইন
কোটা সংস্কার আন্দোলকারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে স্থীতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজ রোববার নিপীড়ন ও হয়রানি বন্ধ, কোটা আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলায় গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি শেষে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সরকারের উচিত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন দিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে।
ছাত্রলীগের হামলার শিকার হয়ে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসারর ব্যবস্থা করতে হবে। হামলা কারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে হবে।
পদযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক অধ্যাপক ড. আকমল হোসেন, অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক আসিফ নজরুল ইসলাম, অধ্যাপক ফাহমিদুল ইসলাম, ড. তানজিম উদ্দিন খান, ড. আবদুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় চারটি এবং ৫৭ ধারায় একটি— মোট পাঁচটি মামলা হয়েছে শাহবাগ থানায়। এপর্যন্ত এসব মামলায় ১০ জন গ্রেফতার হওয়ার বিষয় নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন— রাশেদ খান, ফারুক হোসেন, তরিকুল, জসিমউদ্দিন, মশিউর, আমানুল্লাহ, মাজহারুল, জাকারিয়া, রমজান ওরফে সুমন ও রবিন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেন— রাশেদ খান, ফারুক হোসেন ও মশিউর। মাহফুজ নামে একজন নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই মাস পরও কোটার প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা জড়ো হলে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজনকে বেধরক মারধর করা হয়। এর প্রতিবাদের গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে শিক্ষাবিদদের লাঞ্চিত করে আইনশৃংখলা বাহিনী।
/ এআর /