ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ম্যাক্স হাসপাতালে জরিমানা  

প্রতিবাদে চট্টগ্রামে সব বেসরকারি হাসপাতলে চিকিৎসা সেবা বন্ধ

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

নানা অনিয়মের কারণে চট্টগ্রাম নগরীর বিতর্কিত ম্যাক্স হাসপাতালে র‌্যাব-৭ ১০ লাখ টাকা জরিমানা করেছে। এর প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা করেছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতি।

আজ রোববার সকাল ১১টার নানা অভিযোগ এনে হাসপাতালটি বিরুদ্ধে জরিমান করা হয়। এরপরে দুপুরে নগরীর বিএমএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা দেয় হয়।

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী বলেন, নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের সেবাও বন্ধ থাকবে।’ তবে বিভিন্ন সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সেবা দেওয়া অব্যাহত রাখতে হবে বলে জানান তিনি।

এদিকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির এই সিদ্ধান্তে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখা।

 

টিআর/ এসএইচ/