ওবামা-ট্রুডোর মতোই জিম্বাবুয়েতে জয়ের আশা তরুণ চেমিশার
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১০:৫৮ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

জিম্বাবুয়েতে আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে তারুণ্যের জয় হবে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের প্রধান এবং প্রেসিডেন্ট প্রার্থী নেলসন চেমিশা (৪০)। বারাক ওবামা, ইমানুয়েল ম্যাঁক্রো এবং জাস্টিন ট্রুডু যেভাবে জানু রাজনীতিবিদদের পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন, সেভাবেই ক্ষমতায় আসবেন বলে ঘোষণা দিয়েছেন তরুণ এই নেতা। সম্প্রতি এএফপি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বারাক ওবামা, ইমানুয়েল ম্যাঁক্রো এবং জাস্টিন ট্রুডুর কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে মানুষ তারুণ্যকে পছন্দ করে। আমরা যদি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডার দিকে তাকাই তাহলে তা সহজেই উপলব্ধি করতে পারব।
এ সময় তিনি বলেন, বারাক ওবামা ৪৭ বছর বয়সে, জাসিটন ট্রুডু ৪৩ বছর বয়সে এবং ইমানুয়েল ম্যাঁক্রো ৩৯ বছর বয়সে ক্ষমতায় আসেন। তাই আমি আশা করছি তারুণের বিজয় হবেই হবে।
তিনি বলেন, তরুণরা আমাদের বার্তা সহজেই বুঝতে পারবে এবং সহজেই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবে। তার পূর্বসূরি মর্গান টেসভ্যানগিরাই এর মৃত্যুর পর থেকে তিনি ‘মুভমেন্ট ফর ডেমকরেটিক চেন্জ’ (এমডিসি) এর নেতৃত্বে দিচ্ছেন। মর্গান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মৃত্যু বরণ করেন।
আগামী নির্বাচনে চেমিশার প্রতিপক্ষ হলেন দক্ষ রাজনীতিবিদ এমারসন নানগাওয়া (৭৫)। তার দলের নাম জানু পিএফ পার্টি। এই দলটি দেশটির স্বাধীনতার পর থেকে টানা ৩৮ বছর ধরে দেশ শাসন করেছে। এমন দলকে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষেত্রে চেমিশা হলেন নবিন রাজনীতিবিদ।
সূত্র: এএফপি
এমএইচ/