ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

গাজীপুরে গড়ে উঠেছে ৩ হাজার পোশাক কারখানা(ভিডিও)

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

গাজীপুরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় তিন হাজার পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠান থেকে বছরে রাজস্ব আয় হচ্ছে ছয়শ কোটি টাকা। বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের কিছু অসন্তোষ থাকলেও, কাজের পরিবেশ, গুনগত মান ও নিরাপত্তা বিষয়ে আন্তরিক মালিকরা।

সুমী, জিনিয়া, শারমিন গার্মেন্টসে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। লেখাপড়ায় বেশি দূর এগুতে না পারলেও, আর্থিকভাবে হয়েছেন সাবলম্বী।

তাদের মতো নারীদের পাশাপাশি অনেক পুরুষের জীবনেও গতি এনেছে গাজীপুরের এসব শিল্প কারখানা। দিয়েছে সচ্ছল ও নিরাপদ জীবনের নিশ্চয়তা।

বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস গাজীপুরের এই শিল্পাঞ্চল।

কাজের পরিবেশ ও শ্রমিকের গুণগত মান নিশ্চিতে মালিকরা সচেষ্ট। তবে রপ্তানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার বলে মনে করেন তারা।

অবকাঠামোর উন্নতি আর বিদেশে বাজার সম্প্রসারণ করতে পারলে, গাজীপুরের পোশাক শিল্প অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।