ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ঐশ্বরিয়াকে নকল করে আরাধ্য

প্রকাশিত : ১০:৪১ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ১০:৪৩ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

জন্মের পর থেকেই পাপারাৎজিদের প্রিয় আরাধ্য বচ্চন। মায়ের সঙ্গে বেশিরভাগ সময় ফ্রেমবন্দি হয়েছে এই স্টার কিড। কখনও দাদু বা বাবার সঙ্গেও ধরা দিয়েছে ক্যামেরায়। এবার আরাধ্য ফ্রেমবন্দি হল নিজের জন্যই।
সম্প্রতি ইনস্টাগ্রামে আরাধ্যর একটি ছবি শেয়ার করেছেন ঐশ্বরিয়া। সেখানে নাকি মাকেই নকল করছে এই খুদে। ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া লিখেছেন, ‘মাই লাভ’।
প্যারিসে কালো পোশাকে সেজে পোজ দিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি যে ভাবে দাঁড়িয়েছিলেন তা দেখে ওই একই রকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে আরাধ্যাও। যা দেখে অবাক হয়েছেন নায়িকা স্বয়ং।
এমনিতে আরাধ্যকে প্রায় সব জায়গাতেই সঙ্গে নিয়ে যান ঐশ্বরিয়া। মেয়েকে কোনও ভাবেই দূরে রাখতে চান না তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ট্রোলড হয়েছিল এই স্টার কিড। সে সময় তার যোগ্য জবাব দিয়েছিলেন অভিষেক বচ্চন। সব মিলিয়ে আরাধ্য যে ভাবে বড় হচ্ছে তাতে খুশি বচ্চন দম্পতি।
সূত্র : আনন্দবাজার
এসএ/