সুন্দরবনের বনদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর ১১ সদস্যের আত্ন সমর্পন
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৫ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ১৫ জুলাই ২০১৬ শুক্রবার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর ১১ সদস্য।
মংলা বন্দরের ফুয়েল জেটিতে দুই গ্র“পের সদস্যরা আত্মসমর্পণ করেন। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, দস্যুদের নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গত মঙ্গলবার প্রথমে ইলিয়াস ও মজনু বাহিনীর ১১ সদস্য আত্মসমর্পণের জন্য র্যাবের কাছে ধরা দেয়। তাদের মধ্যে মজনু বাহিনীর ৯ জন ও ইলিয়াস বাহিনীর ২ সদস্য রয়েছে। আত্মসমর্পনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের মহাপরিচালক, র্যাব-৮-এর অধিনায়কসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।