ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কোটা আন্দোলন: তারিকুলকে গ্রেফতারের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০২:৫০ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনে গড়ে উঠা সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী তারিকুল আদনানের গ্রেফতারের প্রতিবাদে এবং সারাদেশে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগে হামলার প্রতিবাদে মানববন্ধন করছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রথমে আইন অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করলেও ধীরে ধীরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সংহতি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতারের পর তারিকুল আদনানকে গ্রেফতার করা হয়। তবে তাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। আমার তার অনতিবিলম্বে তারিকুলের নিংর্শত মুক্তি চাই।

শিক্ষর্থীরা আরও বলেন, আমাদের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার তাদের চিহৃত করে বিচারের আওয়াত আনতে হবে। আন্দোনলে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তাদের চিকিৎসা ব্যয় সরকার বা প্রসাশনকে বহন করতে হবে। আন্দোলনের কারণে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিংশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় চারটি এবং ৫৭ ধারায় একটি— মোট পাঁচটি মামলা হয়েছে শাহবাগ থানায়। এপর্যন্ত এসব মামলায় ১০ জন গ্রেফতার হওয়ার বিষয় নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন— রাশেদ খান, ফারুক হোসেন, তরিকুল, জসিমউদ্দিন, মশিউর, আমানুল্লাহ, মাজহারুল, জাকারিয়া, রমজান ওরফে সুমন ও রবিন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেন— রাশেদ খান, ফারুক হোসেন ও মশিউর। মাহফুজ নামে একজন  নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই মাস পরও কোটার প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা জড়ো হলে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজনকে বেধরক মারধর করা হয়। এর প্রতিবাদের গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে শিক্ষাবিদদের লাঞ্চিত করে আইনশৃংখলা বাহিনী।

টিআর/ এআর