জেলে নেওয়ায় খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়েছে: এমাজউদ্দীন
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার
উচ্চ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তাঁর মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করছে বিএনপি। মহানগর নাট্যমঞ্চে আজ সকালে শুরু হয়ে এই কর্মসূচি চলবে বিকাল ৪ টা পর্যন্ত। অনশনে সংহতি প্রকাশ করেছেন ২০ দলীয় জোট ও বিএনপিপন্থী পেশাজীবী নেতারা।
অনশনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি অনশনে অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রস্তত থাকতে বলেছেন। বলেছেন, যেকোনো সময় ডাক আসতে পারে। তিনি মনে করেন জেলে নেওয়ায় খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে।
প্রবীণ এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে যথেষ্ট যোগ্য ব্যক্তিরা আছেন। তাঁরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। হঠাৎ হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।
খালেদা জিয়াকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন এমাজউদ্দীন। তিনি বলেন, ‘কারাগারে নেওয়ার পর খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। তিনি যখন বেরিয়ে আসবেন, তখন আমরা এক নতুন নেতৃত্বের সন্ধান পাব।’
সরকার বিএনপিকে নিয়ে ভীতসন্ত্রস্ত উল্লেখ করে এই শিক্ষাবিদ বলেন, ভবিষ্যতে যে নির্বাচন আসবে, সে নির্বাচনে কী হয় না হয়, তা নিয়ে সরকার ভয়ে আছে। বিএনপির দিকে তাদের সন্দেহের দৃষ্টি রয়েছে। এ সন্দেহ থেকে নেতা-কর্মীদের ওপর নির্যাতন–অত্যাচার করা হচ্ছে। যত দিন এ ভীতি শেষ না হবে, তত দিন দেশের স্বভাবিক অবস্থা হবে না। আওয়ামী লীগ তিন–তিনবার দেশের গণতন্ত্রকে বিধ্বস্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।
শরিক দলের নেতাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির (জাফর) মোস্তাফা জামাল হায়দায়, এনপিপি এর ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।
/ এআর /