বৃদ্ধদের জন্য আসছে ইলেক্ট্রিক মাসল!
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার
বৃদ্ধদের জন্য বেশি হাটাচলা করা কঠিন। কারণ তাদের বিভিন্ন গিটের মাংসপেশী দুর্বল থাকে। তাই তাদের হাটতে সমস্যা হয়। একারণে গবেষকরা তৈরী করছেন এক ধরনের ‘সুপার স্যুট’।
এ ‘সুপার স্যুট’ সাধারণ জামা কিংবা প্যান্টের মতোই পরা যাবে। এগুলো আসলে এক প্রকার ইলেক্ট্রিক মাসল। সুক্ষ্ম মোটরচালিত এই মাসলের সঙ্গে সেন্সরের মাধ্যমে শরীর ও মস্তিষ্কের সংযোগ থাকে।
অতিরিক্ত সহায়ক হিসেবে এতে ইন্টিগ্রেট করা থাকে সফটওয়্যার। যখন হাঁটু, কনুই কিংবা পায়ের পাতা ভাঁজ করার প্রয়োজন পড়বে তখন এই ইলেক্ট্রিক মাসল সক্রিয় হবে। ফলে বৃদ্ধ মানুষরা তাদের নিজেদের শক্তি খরচ না করে চলাফেরা করতে পারবেন। এ পদ্ধটির ফলে নড়াচড়ায় অক্ষমদের আর লাঠিতে ভর দিয়ে চলতে হবে না।
নতুন এই উদ্ভাবন বৃদ্ধদের লাঠির উপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেবে বলে দাবি বিজ্ঞানীদের। তারা বলছেন, বাইরে বের হওয়ার সময় নিজের শরীরের মাপে তৈরী এই পোশাক পরে নিলেই হলো। এরপর সক্ষম মানুষদের মতোই তারাও হাত পা ছড়িয়ে হাটতে পারবেন।
জাপান ও যুক্তরাজ্যের গবেষকরা এই প্রকল্পে যুক্ত হয়েছেন। তারা বলেছেন, বয়স ৬০ বছর পার হলে মানুষকে গিটের সমস্যায় ভুগতে হয়। শক্তি কমে আসে। একারণে তারা এমন একটা জিনিস উদ্ভাবনের কাজে হাত দিয়েছেন।
সূত্র: বিবিসি
একে//