মাথার উপর নিজেই উড়বে উড়ুক্কু ছাতা
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার
রোদ বৃষ্টির হাত থেকে আপনাকে বাঁচতে এবার বাজারে এল ফ্লাইং আমব্রেলা বা উড়ুক্কু ছাতা। জাপানের একটি সংস্থা তৈরি করে ফেলেছে এই ছাতা। ফ্লাইং আমব্রেলা বা উড়ুক্কু ছাতা তৈরি করেছে জাপানের আসাহি পাওয়ার সার্ভিসেস নামে একটি সংস্থা।
উড়ুক্কু ছাতাটির কোনও হাতল নেই। মাথার উপর নিজেই উড়বে এই ছাতা। এই স্মার্ট ফ্লাইং আমব্রেলাটি আসলে একটি ড্রোনের মতোই দেখতে। এতে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এর মাধ্যমেই যে ব্যক্তি ছাতাটি ব্যবহার করছেন, তার মাথাটিকে ট্র্যাক করবে এই ছাতা। বাঁচাবে রোদ বৃষ্টির হাত থেকে। বৃষ্টি থেকে বাঁচাতে ছাতাটির ‘ওয়াটারপ্রুফ ভার্সন’ও আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
৫ কিলোগ্রাম ওজনের ছাতাটির ব্যাটারির ক্ষমতা অনুযায়ী, ২০ মিনিট ব্যবহারকারীকে বাঁচাতে পারে রোদ-বৃষ্টির হাত থেকে। কিন্তু গবেষকরা চেষ্টা করছেন, যাতে ছাতাটির ওজন কমিয়ে এক কিলোগ্রামে নামানো যায় এবং অন্তত এক ঘণ্টা পর্যন্ত এই ছাতা ব্যবহার করা যায়।
ছাতাটিতে যেহেতু ড্রোন রয়েছে, তাই রাস্তাঘাটে সব সময় এটি ব্যবহার করা যাবে না হয়তো। অনুমতি নিতে হবে প্রশাসনেরও।
সূত্রঃ আনন্দবাজার
কেআই/