শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্নের বার চোরাচালানকালে আটক ১
প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০৪:২৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার
অভিনব কায়দায় পায়ূ পথে স্বর্নের বার চোরাচালানকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করা হয়েছে। চোরাচালানের সকল পদ্ধতি সম্পর্কে গোয়েন্দারা অবগত থাকয় নতুন পদ্ধতিতে সোনা চোরাচালান চলছে বলে জানিয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লøাইট থেকে গোপন সংবাদের ভিত্তিতে রোমান তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
প্রাথমিকভাবে অস্বীকার করলেও হাসপাতালে এক্সরে করার পর তার পেটের ভেতর সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়।
পরে টয়লেটে গিয়ে রাবার জাতীয় মোড়কে পেচানো তিনটি প্য্ােকট বের করে আনে রোমান। যার মধ্যে ছিল ৯টি সোনার বার।
উদ্ধার করা সোনার বাজার মূল্য পয়তাল্লিশ লাখ টাকা ।