ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ফিফার ফেসবুক পেইজে বাংলাদেশের উম্মাদনা   

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

ফুটবল বিশ্বকাপের প্রিয় দলের সাপোর্ট করতে গিয়ে বাংলাদেশের পাগলামী সারা দুনিয়া দেখেছে। দেখেছে প্রিয় দলের প্রতি ভালোবাসার স্মৃতি চিহ্ন।  

কিছুদিন আগে বাংলাদেশের ফুটবল উম্মাদনার ছবি পোস্ট করেছিল আর্জেন্টিাইন তারকা লিওনেল মেসি।

এবার বাংলাদেশ ফুটবল প্রেমিদের উম্মাদনার ছবি ফিফার ভেরিফাইড পেসবুক পেইজে শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল প্রেমিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। 

ফিফা পোস্টে লিখেছে, “বিশ্বকাপে খেলার যোগ্যতা কখনও অর্জন করতে পারেনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত সমর্থক ফুটবল রয়েছে।” 

লেখা শেষে ওই পোস্টে বাংলাদেশের পতাকাও যুক্ত করা হয়েছে। 

ফিফা মোট চারটি ছবি পোস্ট করেছে। এর মধ্যে তিনটি ছবিই বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের এবং চতুর্থ ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ছবি। 

ওই পোস্ট শেয়ার করার পর ১৪ ঘন্টার মধ্যে ১৪ হাজার শেয়ার হয়েছে। তিন হাজারের বেশি লাইকে পরেছে।

এমএইচ/এসি