ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বকাপে বেলজিয়াম-ফ্রান্স: পরিসংখ্যানে এগিয়ে কে?

প্রকাশিত : ১০:৩২ এএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

আজ রাতে মাঠে নামছে এবারের বিশ্বকাপে শিরাপা জয়ের বড় দাবিদার ফ্রান্স ও বেলজিয়াম। এই মহারণে আজ চোখ থাকছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর। খেলা শুরু হতে আরও বাকি ১৪ ঘন্টা। এর আগে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে কেমন খেলেছে কোন দল।  

জেতার সম্ভাবণা:
ফ্রান্স: ৬১ দশমিক ১৭ শতাংশ
বেলজিয়াম: ৩৮ দশমিক ৮৩ শতাংশ

২০১৮’র বিশ্বকাপে দুদলের পারফরম্যান্স:

বেলজিয়াম এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে সব কটিতেই জয় পেয়েছে। অন্যদিকে ফ্রান্স ৫টি খেলে ৪টিতে জয় পেয়েছে। তবে একটিতেও হারেনি দিদিয়ের দেশমের দল। ফ্রান্স এ পর্যন্ত করেছে ৯ গোল। অন্যদিকে বেলজিয়াম করেছে ১৪ গোল। তবে দুই দলেরই গোল খাওয়ার সংখ্যা কম। ফ্রান্স ৫ ম্যাচে খেয়েছে ৪ গোল। বিপরীতে বেলজিয়াম খেয়েছে ৫ গোল।

গোলপোস্টে শট:

গোলপোস্ট লক্ষ্য করে ফ্রান্সের তুলনায় বেলজিয়াম শট নিয়েছে বেশি। ফ্রান্সের স্ট্রাইকাররা প্রতিপক্ষ দলের গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছে ৪৮টি। অপরদিকে বেলজিয়াম নিয়েছে ৬৪ গোল।


সফল পাস:

ফ্রান্সের সফল পাসের সংখ্যা ছিল ২৪২২। অন্যদিকে বেলজিয়ামের সফল পাসের সংখ্যা ছিল ২৫২৯।


ফ্রান্স-বেলজিয়াম হেড টু হেডে কে এগিয়ে?

বেলজিয়াম বিশ্বকাপ জয় করতে না পারলেও আধিপত্য ঠিকই ধরে রেখেছে। দুদলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল কিন্তু তারই প্রমাণ দেয়। বেলজিয়াম এ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছে ৩০টিতে। অন্যদিকে ফ্রান্স জয় পেয়েছে ২৪টিতে। বেলজিয়াম ফ্রান্স জালে বল জড়িয়েছে ১৬০ বার। অন্যদিকে ফ্রান্স গোল দিয়েছে ১২৭টি।

এমজে/