ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

যাটজটের যন্ত্রণা ঘুঁচিয়েছে উড়াল সড়ক, ফুটওভার ব্রিজ উঠিয়ে দেয়ায় পথচারীদের ভোগান্তি

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ১২:৩৩ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার

উড়াল সড়ক রাজধানীবাসীর যাটজটের যন্ত্রণা ঘুঁচিয়েছে। কিন্তু, ঐসব স্থানে ফুটওভার ব্রিজ উঠিয়ে দেয়ায় পথচারীদের রাস্তা পারাপারের সুযোগ থাকছে না। এতে যেমন তাদের ভোগান্তি বেড়েছে, তেমনি হচ্ছে দুর্ঘটনা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সঠিক পরিকল্পনা নেই। তবে, শিগগিরিই সময়োপযোগী ব্যবস্থার আশ্বাস মিলেছে সিটি কর্পোরেশনের কাছ থেকে। উড়াল সড়ক রাজধানীর যানজট কমিয়েছে, এ কথা যেমন সত্যি, তেমনি সংশ্লিষ্ট এলাকাগুলোতে ফুটওভার ব্রিজ ভেঙ্গে ফেলায় স্থানীয়দের দুর্ভোগও কম নয়। রাজধানীর গুরুত্বপূর্ন এলাকা যাত্রাবাড়ি চৌরাস্তা। এখান দিয়ে প্রতিদিন শতশত গাড়ি চলে। ফ্লাইওভার নির্মানের আগে এখানে ছিল ফুটওভার ব্রীজ যা বর্তমানে নেই। এরফলে যান চলাচলে সুবিধা হলেও, ভোগান্তিতে পড়েছে পথচারী, বেড়েছে দূর্ঘটনা। একই অবস্থা অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার ও মৌচাক মোড়ের। প্রতিনিয়ত শিক্ষার্থী এবং বয়স্কদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। তারা বলছেন, এখানে ফুটওভার ব্রীজ করা না গেলে, মাটির নিচ দিয়ে চলাচলের জন্য হতে পারে আন্ডারপাস। এমন দাবীর সাথে পুরোপুরি একমত হতে না পারলেও, নগরবিদরা বলছেন নগরীকে শুধু ঢেলে সাজেলেই চলবে না, লাগবে সঠিক পরিকল্পনা। বিষয়টি নিয়ে ভাবছে সিটি কর্পোরেশন। ব্যবস্থা যেমনই হোক নাগরিকদের কথা মাথায় রেখে তা যেন দ্রুত হয় সে আশা রাজধানীবাসির।