ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দিঘায় মিলল ১৮৫ কেজির মাছ!

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

দিঘায় ১৮৫ কেজি ওজনের মাছ। কবে কে দেখেছেন মনে করতে পারছেন না। তবে মঙ্গলবার এই উঠেছিল দিঘা মোহনায় নবকুমার পয়ড়ার আড়তে। বিশালাকার এই মাছের উচ্চতা ১১ ফুট আর গলার কাছে বেড় ৫ ফুট। ওড়িশার ধামরার শঙ্কর গিরি এই মাছটি এদিন দিঘা মোহনায় নিয়ে আসেন। এক ক্রেতা ১০ হাজার টাকায় মাছটি কেনেন। মাছও উড়তে পারে আকাশে। শুনে অবাক হলেও কথাটিও সত্যি। এই মাছের পরিচিত উড়ুক্কু বা উড়ন্ত মাছ বলে। এতদিন এই সংবাদ মাধ্যমে দেখেছেন অনেকে। দিঘার উপকূলে মঙ্গলবার স্বচক্ষে এমন মাছ দেখলেন বহু মানুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এরা সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এবং প্রতি ঘণ্টায় গতি প্রায় ৭০ কিলোমিটার।

এরা সাধারণত একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভেতরে ঢুকে পড়ে। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ রয়েছে।

তথ্যসূত্র: ওয়ান ইনডিয়া।

এসএইচ/