ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মংলা বন্দরে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা [ভিডিও]

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

মংলা বন্দরের জেটি থেকে গাড়ীসহ বিভিন্ন পণ্য চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন আমদানীকারকরা।

বন্দর কর্তৃপক্ষ পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারছে বলে অভিযোগ তাদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরের কার্যক্রম নষ্ট করতে একটি চক্র কাজ করছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে তদন্ত চলছে।

 

সম্প্রতি মংলা বন্দরের জেটি থেকে হরহামেশাই চুরি হচ্ছে আমদানি করা বিভিন্ন পণ্য। বাদ যাচ্ছে না বিলাসবহুল গাড়ীও।

 

এর আগে ৯০’ পরবর্তীকালে শ্রমিক অসন্তোষ আর মাফিয়া চক্রের অপতৎপরতায় মৃত বন্দরে পরিনত হয় মংলা। পরে বন্দর কর্তৃপক্ষ আর সরকারের মধ্যস্থতায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসে বন্দরটিতে। বাড়তে থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম।

 

তবে দীর্ঘদিন পর আবারো নেমে এসেছে অশুভ ছায়া। গাড়ী, গাড়ীর যন্ত্রাংশ আর আমদানী করা শাড়ী-কাপড় চুরির হওয়ায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

 

এদিকে মংলা বন্দরের ভাবমুর্তি নষ্ট করতে একটি চক্র ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তদন্তের অজুহাত দেখিয়ে চুরি রোধে দায়সারা জবাব দেন বন্দর কর্তৃপক্ষ।

চুরি বন্ধ করে মংলা বন্দরকে ব্যবসাবান্ধব করার দাবি আমদানিকারকদের।